ডেঙ্গু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তালিকাভুক্ত একটি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। অর্থাৎ এটি মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের রোগ। যারা বাসস্থানের ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত, তাদের মধ্যে রোগটির বিস্তার বেশি ঘটে। মশা-মাছির জন্য যে পরিবেশ অনুকূল, মানুষের জন্য তা অনুপযুক্ত। এর অর্থ পরিবেশ দূষণ, পানির অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা ও পয়ঃপ্রণালির জটিলতা আমাদের নগরায়ণের নিত্যসঙ্গী। দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় বর্জ্য ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। ফলে এই ঘাটতি দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে এডিস মশা নিরবচ্ছিন্নভাবে জীবাণু বহন ও ছড়িয়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু প্রায় দেড় গুণ এবং আক্রান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৮ মাস ২১...