যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা দায়েরের তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এই তথ্য জানান। পোস্টেলেখা রয়েছে, “যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন।" পোস্টের সঙ্গে যুক্ত ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, বিমানবন্দরে হামলার পরে “আওয়ামী সন্ত্রাসীরা” আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সেসময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও তার শুভাকাঙ্ক্ষীরা তা প্রতিহত করে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশ এসে মামলার পরামর্শ দেয়। এজন্য বিমানবন্দরের কাছে একটি থানায় তিনি মামলা করতে এসেছেন বলে জানান। যারা সেদিন...