২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের আহমেদাবাদের কুবেরনগর এলাকার একটি বিউটি পার্লারে। পরে চিকিৎসার সময় স্ত্রী জয়া (৩২) মারা যান, আর তার মা শোভনা সিভিল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার শরীর ৭০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। সর্দারনগর পুলিশের মতে, অভিযুক্ত অশোক রাজপুত কেরোসিনের ক্যান নিয়ে জয়ার খালা ঊষা রেধানির মালিকানাধীন উষা বিউটি পার্লারে পৌঁছায়। রাগের বশে সে জয়া ও শোভনার উপর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়। রাজপুত নিজেও দগ্ধ হন এবং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে পুলিশ তার উপর নজর রাখছে। পুলিশ পরিদর্শক এম ডি চম্পাবত জানিয়েছেন যে, জয়ার ভাই...