ভারতের লাদাখে জেন-জি বিক্ষোভ ও সহিংসার জেড়ে কারফিউ জারি করেছে ভারত সরকার। বুধবার রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে লেহ শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। পুলিশে সাথে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি মানুষ। এছাড়াও নিরাপত্তা বাহিনী আটক করেছে ৫০ জন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমদ্য হিন্দুএ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছিল। তবে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন। মন্ত্রণালয় অভিযোগ করেছে, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জনগণকে উসকে দিয়েছেন এবং নেপালের ‘জেন-জি’ আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। সহিংসতার ঘটনায় দেখা যায়, বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয়...