২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে ফিরেছেন অক্ষর প্যাটেল-দেবদূত পাড্ডিকাল ও নিতিশ কুমার রেড্ডি। ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ হয়নি সহ-অধিনায়ক ঋসভ পান্তের। তার পরিবর্তে নিয়মিত অধিনায়ক শুভমান গিলের ডেপুটি হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর প্রথমবারের মত টেস্টেও সহ-অধিনায়ক হলেন জাদেজা। ১৯ মাস পর ভারতের টেস্ট দলে ফিরলেন স্পিন অলরাউন্ডার প্যাটেল। সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি। ২০২১ সালে টেস্ট অভিষেকের পর ভারতের হয়ে ১৪ টেস্টে ৬৪৬ রান ও ৫৫ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার প্যাটেল। স্পিন বিভাগে প্যাটেলের সাথে...