২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বুধবার। ওই সহিংসতায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনই পুলিশ-কর্মী। বলিউডের ছবি 'থ্রি ইডিয়েটস'-এর সূত্রে লাদাখের যে শিক্ষাবিদ ও পরিবেশকর্মীর নাম পরিচিত হয়ে উঠেছিল, সেই সোনম ওয়াংচুক এই সহিংসতাকে নেপালের 'জেন-জি'র বিক্ষোভের সঙ্গে তুলনা করেছেন। লাদাখের পূর্ণ মর্যাদার দাবিতে তিনি যে অনশন করছিলেন, তাও সহিংসতার প্রেক্ষিতে প্রত্যাহার করে নিয়েছেন মি. ওয়াংচুক। বুধবারের সহিংসতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য মি. ওয়াংচুককেই দায়ী করেছে। সরকার বলেছে পূর্ণ রাজ্যের মর্যাদার প্রশ্নে লাদাখের মানুষের সঙ্গে যে আলোচনা চলছে, তার অগ্রগতিতে কেউ কেউ খুশি নন, তারা এই আলোচনায় বাধা সৃষ্টি...