ভারতের লাদাখে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় -এএফপি আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ভার হিমালয়ের একটি উঁচু শীতল মরুভূমি অঞ্চল লাদাখ। অঞ্চলটি ভারত-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জেন-জি তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে কেঁপে ওঠে শীতল অঞ্চলটি। রাজপথে ঝড়ে রক্ত। তরুণরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি দলের আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের পর বিক্ষোভ সমন্বয়কারীরা আল জাজিরাকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী লেহে পুলিশের সঙ্গে ছাত্রসহ বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যও আহত হয়েছে। গত ছয় বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে লাদাখের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করেছে এবং অনশন করেছে - ভারতের কাছ থেকে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং...