প্রতিপক্ষের রক্ষণ ছিল যেন ইস্পাত দেয়াল। কঠিন সেই চ্যালেঞ্জ সামলে চমৎকার এক গোল করে মিকেল আর্তেতার মন জয় করে নিলেন এবেরেচি এজে। আর্সেনাল কোচের বিশ্বাস, দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করে তুলবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। লিগ কাপে বুধবার পোর্ট ভেইলকে ২-০ গোলে হারায় আর্সেনাল। রক্ষণাত্মক ফুটবল খেলা দলের বিপক্ষে শুরুতেই প্রিমিয়ার লিগের ক্লাবটিকে এগিয়ে নেন এজে। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ান্দ্রো ত্রোসার। লন্ডনের ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা ইংলিশ ফুটবলার এজে ২০২০ থেকে পাঁচ মৌসুম ক্রিস্টাল প্যালেসে খেলে, গত অগাস্টে ফিরেছেন পুরনো ঠিকানায়। শৈশবের ক্লাবে ফিরে প্রথম চার ম্যাচে জালের দেখা পাননি ২৭ বছর বয়সী এই ফুটবলার। পঞ্চম ম্যাচে এসে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য করে আর্সেনাল। ৮১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১১টি শট...