দেড়শ বছরের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত বিলাসবহুল বাথরুম ব্র্যান্ড কোহলার শান্তা লাইফস্টাইল’য়ের হাত ধরে গুলশানে যাত্রা শুরু করছে। এই উপলক্ষ্যে গুলশান দুয়ের, মাদানি এভনিউয়ের কনকর্ড বিলকিস টাওয়ারে নতুন বিক্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সামনে প্রতিষ্ঠানের উদ্ভাবনী পণ্য ও আধুনিক ডিজাইনের ধারণা দেওয়া হয়। শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান সাজিদ আফজাল বলেন, “বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ডিজাইন ও কারিগরি দক্ষতাকে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। কোহলার সেই ভিশনকে আরও শক্তিশালী করবে।” ‘শোরুম ওয়াকথ্রু’-তে প্রদর্শিত হয় ‘আর্টিস্ট এডিশন ভেসেলস’- যা কার্যকরী শিল্পকর্ম হিসেবে সমাদৃত; ‘অ্যান্থেম স্মার্ট শাওয়ারস’- যেখানে রয়েছে তাপমাত্রা, স্প্রে ও পানির প্রবাহের সম্পূর্ণ ডিজিটাল নিয়ন্ত্রণ; এবং ‘ইন্টেলিজেন্ট ডব্লিউসি’- যাতে রয়েছে ‘হিটেড সিট’ ও ‘পার্সোনালাইজড ক্লিনসিং’-এর সুবিধা। অতিথিরা এসব ইনোভেটিভ পণ্যের লাইভ ডেমো দেখেন এবং সরাসরি অভিজ্ঞতা নেন। প্রধান বিপণন কর্মকর্তা জানে...