বিনোদন ডেস্কঃভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নির্বাচনে। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশিদিনের ছিল না। কিন্তু কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ? সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে এই নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হল এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম। কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন, এই কাজটি বেশ কঠিন। তিনি বলেন, কয়েকদিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটা। এ দিক দেখতে হবে, ও দিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন! তবে রাজনীতিতে ওই অল্প দিনের...