ঢাকা: বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) বাংলাদেশকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।আরসিইপি হলো চীনের নেতৃত্বাধীন একটি বাণিজ্য জোট, যার সদস্য হিসেবে আছেন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান এর দশটি দেশ — থাইল্যান্ড, ব্রুনাই, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, ফিলিপাইন, কম্বোডিয়া ও ভিয়েতনাম। ভৌগলিক ও জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ আন্তঃরাষ্ট্রীয় বহুজাতিক বাণিজ্য সংস্থা।সম্প্রতি বাংলাদেশসহ শ্রীলঙ্কা, চিলি ও হংকং আরসিইপিতে সদস্যপদের জন্য আবেদন করেছে।চলতি সপ্তাহে মালয়েশিয়ায় আসিয়ান জোটভুক্ত দেশগুলোর অর্থ ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আরসিইপি’র কর্মকর্তারাও। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিলি ও হংকংয়ের আবেদন নিয়ে আসিয়ানের প্রতিনিধিদের সাথে আলোচনা...