অথচ ঘরে চার সন্তান ও স্ত্রী। বড় দু ছেলে ৬ ও ৪ বছর বয়সী। কিন্তু অপুষ্টি ও ক্ষুধায় ভুগতে ভুগতে ওদের দেখলে মনে হয় ৩ ও ২ বছর বয়সী, এতটাই জীর্ণ, শীর্ণ ও কৃশকায়। পরের দুটো বাচ্চা যমজ (একটা ছেলে, একটা মেয়ে)। মাত্র দুমাস বয়স। কিন্তু এরা মায়ের বুকের দুধ পায় না (মাও তো খেতে পান না), তাই কৌটার দুধ কিনে খাওয়াতে হয়। সেটা তো বাবার পক্ষে প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়ে বাবা-মা সিদ্ধান্ত নেন তারা যমজ বাচ্চা দুটিকে বিক্রি করে দেবেন।...