ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সকালে হাটতে বেরিয়ে ছিলেন গৌরী। আচমকা তাকে পিছু করে ছবি শিকারিরা। আর তখনই রীতিমতো রেগে যান গৌরী। সোজা তাদের বলেন, ‘প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমার এসব একেবারেই ভালে লাগে না। প্লিজ বিরক্ত করবেন না’।আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা। তবে এবার নতুন খবর হলো, হুট করেই আমির ছেড়ে দিলেন তার পুরোনো পালি হিলের বাড়ি।জানা যায়, পুরোনো বাড়ি ছেড়ে মুম্বাইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বাইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি...