আবারও এনসিবি-র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নিশানায় শাহরুখ পুত্র আরিয়ান খান। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন কর্মকর্তাকে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে। এই সিরিজে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন আরিয়ান। তার মধ্যে অন্যতম আরিয়ানের মাদক কাণ্ড। ২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ানকে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। কারাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রে যিনি...