জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগতো ১ লাখ এখন ৪ লাখ, এমনই এক দাবি করলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। দেশের সামাজিক অব্যবস্থা, ঘুস বাণিজ্য এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। তার সেই স্ট্যাটাসে উঠে এসেছে পরিবারের জমি রেজিস্ট্রেশনের অভিজ্ঞতা, ঘুসপ্রথা, সরকারের করনীতির তীব্র সমালোচনা। স্ট্যাটাসে নায়লা জানান, তার একমাত্র ভাই প্রায় ছয় বছর ধরে জার্মানিতে প্রবাস জীবন কাটাচ্ছেন। সেখান থেকে নিয়মিত পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়ে আসছেন তিনি। সেই টাকা সঞ্চয় করে তার বাবা-মা সম্প্রতি একটি জমি কিনেছেন। কিন্তু জমি রেজিস্ট্রেশনের দিন সরকারি খরচ ছাড়াও ‘নানান অজুহাতে’ রেজিস্ট্রারের মাধ্যমে একটি ‘বিশাল অংকের’ ঘুস দিতে হয়েছে তাদের। তিনি লিখেছেন, ‘আব্বা আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন। কারবারটা...