পাকিস্তানকে হারিয়ে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুরুর দিকে ৪০ সেকেন্ডের ব্যবধানে নাজমুল হুদা ফয়সাল এবং ওপু রহমান দুই গোল করেন। পরে ওই ২-০ গোলের ব্যবধানে জয় তুলে ফাইনালে উঠেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ভারত অথবা নেপাল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। গোলকিপার বল বাঁপাশে দেয়ার চেষ্টায় বল পেয়ে যান ওপু রহমান। তিনি বল দেন রিফাত কাজীর দিকে, সেখান থেকে পাকিস্তানের গোলকিপার সামার রাজ্জাক বল ধরতে গেলেও হাত গলে বেরিয়ে যায়। বল পান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল, বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ ফরোয়ার্ড, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম গোল হজম করার পরের ৪০ সেকেন্ডের মধ্যেই আরেক গোল হজম করে পাকিস্তান। এবার গোল করেন ওপু রহমান। ডি...