সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসর বসেছে শ্রীলঙ্কার কলোম্বোতে। সেখানে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ দুই মিনিটের ঝড়ে ২-০ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের হয়ে গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। এদিন খেলার তৃতীয় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান ফয়সালের কাছে, গোলকিপার এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। অপু রহমান ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বা পায়ের বাঁকানো শটে গোলকিপারের ওপর দিয়ে জাল কাঁপান। দশম মিনিটে কর্নার থেকে পাকিন্তানের মুহাম্মদ আবদুল্লাহর...