ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইতিহাস গড়তে যাচ্ছেন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলে। আসন্ন মৌসুমে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামবেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি–টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন। আইপিএল থেকে অবসরের পর বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে অশ্বিনের। ইতিমধ্যেই আইএলটি২০ লিগের নিলামেও নাম দিয়েছেন তিনি। তবে সে আসরে খেলতে হওয়ায় বিবিএলের প্রথম কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। মৌসুমের শেষ দিকে তিন-চারটি ম্যাচে থান্ডারের হয়ে মাঠে নামতে পারেন তিনি। অশ্বিনের সঙ্গে প্রাথমিকভাবে চারটি ক্লাব যোগাযোগ করেছিল— সিডনি থান্ডার, হোবার্ট হ্যারিকেন্স, সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত থান্ডারই তাকে দলে ভিড়িয়েছে। থান্ডারের জেনারেল ম্যানেজার সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট বোলার ট্রেন্ট কোপল্যান্ড এই চুক্তি সম্পন্ন করেন। দলে আছেন কোচ বিশ্বকাপজয়ী ইংলিশ কোচ...