লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। দীর্ঘ তদন্ত ও আলোচিত মামলার রায়ে প্রমাণিত হয়েছে, অবৈধ অর্থে ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সারকোজি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ২০১২ সালে ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম মেদিয়াপার্ট এক লিবিয়ান গোয়েন্দা নথি প্রকাশ করে। সেখানে বলা হয়েছিল, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির নির্বাচনী প্রচারে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি ৫ কোটি ইউরো অর্থায়নের চুক্তি করেছিলেন। সারকোজি ওই নথিকে জাল অভিহিত করে মানহানির মামলা করেছিলেন। তদন্তে আরও উপস্থাপন করা হয়েছিল—সাবেক সাত লিবিয়ান শীর্ষ কর্মকর্তার বিবৃতি, সারকোজির ঘনিষ্ঠ ক্লদ গুয়াঁ ও ব্রিস হোর্তেফুয়ের লিবিয়া সফর, আর্থিক লেনদেনের প্রমাণ এবং লিবিয়ার সাবেক তেলমন্ত্রী শুকরি গনেমের ডায়েরি। উল্লেখ্য, ২০১২ সালে...