বিনোদন ডেস্কঃবিশ্বখ্যাত ক্যারিবিয়ান পপ তারকা রিয়ানা তৃতীয়বারের মতো মা হয়েছেন। ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই সংগীতশিল্পী। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নিজেই এই খুশির খবর ভাগ করে নেন তিনি। রিয়ানা জানিয়েছেন, তার ও সঙ্গী র্যাপার এএসএপি রকির সংসারে তৃতীয় সন্তানের আগমন ঘটেছে। কন্যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। পরিবারের আগের সন্তানদের মতো নতুন সদস্যের নামও ‘R’ অক্ষর দিয়ে শুরু। তাদের বড় দুই ছেলের নাম রজা (৩ বছর) ও রিওট (২ বছর)। রিয়ানা ও রকির পরিবারে এই ‘R’ দিয়ে নাম রাখার ঐতিহ্য এবারও ধরে রাখা হয়েছে। গত মে মাসে নিউ ইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ করে গর্ভাবস্থার খবর দিয়েছিলেন রিয়ানা। পরে ২০২৫ মেট গালাতে অংশ নিয়ে নিজেই জানান, তাদের...