এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল সাজাচ্ছে নতুন সমীকরণ। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও নামতে হচ্ছে মাঠে। তবে এবারের লড়াই টাইগারদের জন্য ‘অলিখিত ফাইনাল’। হারলেই বিদায়, জিতলেই ফাইনাল নিশ্চিত। আগের ম্যাচে ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ইনজুরিতে ছিলেন লিটন দাস, আর বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। এদিকে ওপেনিংয়ে আস্থা রাখা হচ্ছে তানজিদ হাসান তামিম ও ফর্মে থাকা সাইফ হাসানের ওপর। যদিও তানজিদ আগের দুই ম্যাচেই রান করতে ব্যর্থ হয়েছেন। লিটন ফিট থাকলে তিন নম্বরে তার ফেরায় স্থিতি আসতে পারে ব্যাটিং অর্ডারে, আর সে ক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। চাপে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীর জায়গায় সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। একইভাবে শামীম...