জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে সেবা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮শ শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ছাত্রদল নেতাদের বরাতে জানা যায়, প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা দেওয়া হয় এবং প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী সেবা নেন। দ্বিতীয় দিনে স্কিন কেয়ারের চিকিৎসা নেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। আর শেষ দিনে মেডিসিন সেবায় অংশ নেন আট শতাধিক শিক্ষার্থী। তিন দিনে শিক্ষার্থীদের চিকিৎসা দেন গাইনী বিশেষজ্ঞ ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা....