২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর অনেকেই সমালোচনা করছেন যে, সরকারি প্রোগ্রামে এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা একা যোগ দিলেন কেন? তবে প্রোগ্রামটি সরকারি ছিল না বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেত্রী। ওই পোস্টে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এমন একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গতকাল। অনেকে প্রশ্ন করছেন, সেখানে শুধু আমাকে কেন দেখা গেল, অন্য দলের রাজনীতিবিদরা নেই কেন। অভিযোগ এসেছে যে, হয়তো আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটি পরিষ্কার করা জরুরি।’ তিনি আরো বলেন, ‘গতকাল সরকার আমাদের তিনটি অফিশিয়াল প্রোগ্রামের...