একসময় ভারত-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দু লাদাখে সম্প্রতি জেনারেশন জেড (জেন জি) নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও অর্ধশত আহতের খবর পাওয়া গেছে। বুধবার শুরু হওয়া বিক্ষোভে আন্দোলকারীরা নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। লাদাখের রাজধানী লেহ শহরে শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত চারজন নিহত হয় এবং ডজনখানেক আহত হয় বলে আন্দোলনের সমন্বয়কারীরা গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সংঘর্ষের পর কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা মোতায়েন করে। কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে বহু নিরাপত্তা সদস্যও আহত হয়েছে। গত ছয় বছর ধরে লাদাখের হাজারো মানুষ স্থানীয় নাগরিক সংগঠনগুলোর নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল ও অনশন ধর্মঘট করেছে। তাদের দাবি—ভারতের সরাসরি কেন্দ্রীয় শাসনের বদলে সাংবিধানিক সুরক্ষা ও পূর্ণ রাজ্যের মর্যাদা। এতে তারা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা ফিরে পাবে। ধারাবাহিক...