২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম এখন নির্বাচন হলে ডাকসুর মতো ফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। বুধবার একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়ার নেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফজলুর রহমানের ভাষায়, এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল, এরকম ডাইস বানিয়ে রেখে দেবে। জামায়াতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। রিটার্নিং অফিসারদেরকে। কী ডাইসে খেলাটা হবে, ফিতাটা তৈরি হবে, এই নির্বাচনটা তৈরি হবে- তা ডাইস বানায়া রেখে দিয়েছে। ‘কাজেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ, ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। আবার ইউনূস...