দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২৫ সেপ্টেম্বর তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুরু থেকেই গার্ডিয়ানের লক্ষ্য ছিল মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবাকে সহজ আর বিশ্বাসযোগ্য করে তোলা। সেই লক্ষ্য পূরণে প্রতিষ্ঠানটি ব্যাঙ্কান্স্যুরেন্স, ডিজিটাল সেবা ও মাইক্রোইন্স্যুরেন্স পথপ্রদর্শকের ভূমিকা রেখে আসছে। স্কয়ার, ব্র্যাক ও এপেক্সের মতো শীর্ষ কোম্পানির সমর্থন নিয়ে গার্ডিয়ান দেশের মানুষের ইন্স্যুরেন্স সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করে। আজকে গার্ডিয়ানকে আলাদা করেছে তাদের আধুনিক পণ্য, কঠোর নিয়মনীতির অনুসরণ, ভালো ব্যবস্থাপনা এবং সবচেয়ে বড় কথা—গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবা। গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা ইতোমধ্যেই ব্যাঙ্কান্স্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স আর গ্রুপ ইন্স্যুরেন্স খাতে শীর্ষ স্থানে পৌঁছেছি। সামনে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর সমাধান, ডিজিটাল সেবা আর গ্রাহককেন্দ্রিক...