ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়ালো বিগ ব্যাশ লিগের (বিবিএল) সিডনি থান্ডার। এই চুক্তি কেবল অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজির জন্য নয়, পুরো টুর্নামেন্টের জন্যই এক ধরনের ‘গেম চেঞ্জার’। কারণ অশ্বিন হচ্ছেন প্রথম অভিষিক্ত ভারতীয় পুরুষ ক্রিকেটার, যিনি বিবিএলে মাঠে নামতে যাচ্ছেন।বিসিসিআইয়ের নিয়মে এতদিন ভারতীয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ছিল না। তবে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়ে আশ্বিন এবার আন্তর্জাতিক লিগগুলোতে পথ খুলে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি খেলবেন সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতেও। তবে সেই আসরের কারণে বিবিএলের প্রথম অংশে তাকে পাওয়া যাবে না। জানুয়ারির শুরুতে তিনি যুক্ত হবেন থান্ডার শিবিরে এবং মৌসুমের শেষ তিন ম্যাচসহ ফাইনাল পর্বে দলকে সেবা দেবেন।অশ্বিনকে পেতে সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেন্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিডনি থান্ডারের প্রস্তাবেই রাজি হয়েছেন তিনি। থান্ডারের...