উত্তর কোরিয়ায় প্রায় ২ হাজার কেজি (২ টন) উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। যা দিয়ে প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। বহু আগে থেকেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে আসছে, উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণে মজুত করে রেখেছে। পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপাদান এটি। চুং ডং-ইয়ং বলেন, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস এবং অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তথ্যমতে-উত্তর কোরিয়ার মজুতকৃত ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ। এর পরিমাণ প্রায় ২ হাজার কেজি। বর্তমানে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চারটি স্থানে সক্রিয়ভাবে কাজ করছে। একটি পারমাণবিক বোমা তৈরিতে মাত্র ৫ থেকে ৬ কেজি প্লুটোনিয়ামই যথেষ্ট। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান। পারমাণবিক চুল্লিতে এটি দহন করে প্লুটোনিয়ামে...