ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলীয় এইলাত শহরে ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ জন আহত হওয়ার খবর জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আহতদের দুইজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার লোহিত সাগরের উপকূলে এইলাতে ড্রোন এসে পড়ে। আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন টিকে বাধা দিতে ব্যর্থ হয়েছিল। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ইসরায়েলের তাদের দ্বিতীয় হামলা বলে দাবি করেছে গোষ্ঠীটি। আল-জাজিরা আরব নিউজকে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “এই অভিযান চালানো হয়েছে বেশ কিছু সংখ্যক ড্রোন দিয়ে এবং উদ্দেশ্যও সফলভাবে সাধন হয়েছে। “আমরা উম আল-রাসরাস এবং বীর আর সাবায় ইসরায়েলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।” তবে ইসরায়েলের এইলাতে হুতিদের এমন ড্রোন হামলা এটিই প্রথম নয়। এর আগে গত...