ঢাকার সূত্রাপুরের ওয়ারীতে দাঁড়িয়ে আছে এক অচেনা-অজানা সমাধি। নাম তার কলম্বো সাহেব সমাধি। খ্রিস্টান সমাধিক্ষেত্রের ভেতর অবস্থিত এই স্থাপনাটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু প্রশ্ন থেকেই যায় কে এই কলম্বো সাহেব? খ্রিস্টান সমাধিক্ষেত্রে ছয় ধরনের সমাধি আছে। তার মধ্যে ‘এফ’ টাইপ সমাধির একটি হলো কলম্বো সাহেবের। তিনটি কবরের সমন্বয়ে গড়া এই স্থাপনাকে ব্রাডলি বার্ট বর্ণনা করেছিলেন এভাবে:"It stands namelessly, dominating the whole cemetery and jealously keeping watch over the three graves that lie within." অর্থাৎ নামহীনভাবে দাঁড়িয়ে আছে সমাধিটি, যেন পাহারা দিচ্ছে তার ভেতরে শুয়ে থাকা তিনটি কবরকে। ১৮২৪ সালে কলকাতার বিশপ হেবার ঢাকায় এসে নারিন্দার খ্রিস্টান কবরস্থান পরিদর্শন করেন। তখন কেয়ারটেকার তাঁকে জানান, এটি কলম্বো সাহেব নামের এক ব্যক্তির সমাধি। তিনি ছিলেন কোম্পানির চাকুরে। কিন্তু এর বাইরে আর...