সময়কে বুঝতে হলে যে প্রজন্মকে অনুধাবন করতে হয়, আজ সেই প্রজন্ম হলো জেনারেশন জেড বা জেন জি। তারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া এক অদ্ভুত মিশ্রণ-ডিজিটাল ডিভাইস হাতে বড় হওয়া, তথ্যপ্রবাহের ঝড়ে গড়ে ওঠা, আবার একই সঙ্গে ভয়, দুশ্চিন্তা, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তায় দগ্ধ হওয়া। তাদের পথচলা যেন এক অস্থির অভিযাত্রা। জেন জি হলো প্রথম প্রজন্ম যারা জন্মের পর থেকেই স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, গুগল, ইউটিউবকে স্বাভাবিক জগৎ হিসেবে পেয়েছে। বুমার প্রজন্ম যেখানে পত্রিকা, রেডিও বা টিভিকে তথ্যের উৎস হিসেবে জানত, জেন জি শিখেছে গুগলে সার্চ করা মানেই সত্য। তাদের পড়াশোনা, বিনোদন, সম্পর্ক গড়ে ওঠা- সবকিছু প্রযুক্তিনির্ভর। এতটাই প্রযুক্তি নির্ভরতা যে, বাবা-মা কিংবা শিক্ষকের চেয়ে প্রযুক্তিতেই বিশ্বাস এবং ভরসা বেশি। কিন্তু এখানেই শুরু হয় দ্বন্দ্ব। প্রযুক্তি যেমন...