চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে এই মামলায় প্রডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়া হয়। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এসময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা করা হয়। সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। ওই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দিয়েছে। অন্যদিকে, ছাত্র জনতার আন্দোলন চলাকালীন শেখ হাসিনার সাথে হাসানুল হক ইনুর দু’টি ফোন কথোপকথন রেকর্ড গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১...