বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এখন নতুন পরিচয়ে। দীর্ঘ এক যুগ ধরে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ নামে পরিচিত প্রতিযোগিতাটি এবার থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে। ঘটনার শুরু ২০০৭ সালে, যখন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশেও পেশাদার লিগ আয়োজনের প্রস্তাব দেয়। তড়িঘড়ি করে বাফুফে নাম দেয় ‘বি লিগ’। তবে নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, কারণ অনেকেই মনে করেছিলেন এটি দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা। ২০০৮ সালে সভাপতি হন কাজী সালাউদ্দিন। তিনি বুঝলেন নাম বদল জরুরি। তাই বি লিগ হয়ে গেল ‘বাংলাদেশ লিগ’। যদিও এতে কিছুটা বিভ্রান্তি কমে, তবুও মর্যাদা পুরোপুরি ফুটে ওঠেনি। ২০১১ সালে আবারও পরিবর্তন, নাম রাখা হয় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’। প্রায় ১৩ বছর ধরে এই নামেই মাঠে গড়িয়েছে দেশের শীর্ষ লিগ। তবে সমস্যা হলো ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল;...