প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের টি-টোয়েন্টি ফরম্যাট আবার শুরু হচ্ছে শুক্রবার থেকে। তবে রাজশাহী ও বগুড়া বাদ দিয়ে এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার সকাল ১০টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও খুলনা। দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ও রংপুর। নতুন করে শুরু করার আগে বৃহস্পতিবার দুপুরে একই ভেন্যুতে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেন্স মিট’। সেখানে উপস্থিত ছিলেন আট দলের অধিনায়করা। সবাই একবাক্যে জানিয়েছেন, এনসিএল টি-টোয়েন্টি তরুণ ক্রিকেটারদের জন্য বিপিএলের দরজা খোলার বড় সুযোগ। ঢাকা মেট্রোর অধিনায়ক ও জাতীয় দলের বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বলেন, “আমার দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। ওদের জন্য এটা বড় সুযোগ। বিপিএলের আগে এখানে ভালো করলে নিশ্চয়ই ওরা সুযোগ পাবে।...