পূজার সাজসজ্জা মানেই শুধু পোশাক আর গয়না নয়, চুলের সাজও সমান গুরুত্বপূর্ণ। এবারের পূজায় ফ্যাশন দুনিয়ায় এক বিশেষ পরিবর্তন চোখে পড়ছে— চুলে লম্বা বেণির চল যেন আবারও ফিরে এসেছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে বেণির সাজ এখন তরুণীদের কাছে হয়ে উঠছে ফ্যাশন স্টেটমেন্ট। বাংলা সংস্কৃতিতে বেণি সবসময়ই ছিল শোভা ও নারীত্বের প্রতীক। একসময় বিয়ের আসর থেকে পূজার মণ্ডপ—সবখানেই মেয়েরা বাঁধতেন বেণি। প্রাচীনকালে লম্বা চুল নারীর সৌন্দর্যের অন্যতম নিদর্শন হিসেবে ধরা হত। আগের প্রজন্মের প্রায় সবাই লম্বা বেণি করতেন। সময়ের সঙ্গে ছোট চুল বা খোলা চুলের ফ্যাশন জনপ্রিয় হলেও এবার আবার লম্বা বেণি ফিরে এসেছে ট্রেন্ডের তালিকায়। “তরুণ প্রজন্মের কাছেও বেণি কেবল একটি চুলের সাজ নয়, বরং এটি একধরনের সংস্কৃতির বহিঃপ্রকাশ। বিশেষ করে উৎসবের দিনগুলোতে বেণি সাজের মধ্য দিয়ে অনেকেই নিজের ভেতরের...