ভারতের সীমান্তবর্তী অঞ্চল লাদাখের রাজধানী লেহ’তে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এরপর ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানে কারফিউ জারি করেছে। অঞ্চলটিকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনে নেতৃত্বদানকারী কর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করেছে সরকার। যদিও তিনি তা অস্বীকার করেছেন। বিক্ষোভে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে আজ ওই অঞ্চলের কারগিল শহরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও চারজনের...