বিশাল জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি তাদের ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, উল্লিখিত ক্যাটাগরিতে মোট ২১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।চলুন, একনজরে দেখে নিই বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫পদের নাম ও সংখ্যাসহ বিবরণ১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)অষ্টম শ্রেণি পাসেই ওয়ালটনে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ডপদসংখ্যা : ৩বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)পদসংখ্যা : ২বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)পদসংখ্যা : ১২বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা৪। সহকারী কারিগরি কর্মকর্তা(জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ),...