২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকার ১৭০ স্থানে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের যুদ্ধবিমান গাজা উপত্যকায় ১৭০টি তথাকথিত ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তিনটি ডিভিশনের সৈন্য গাজা সিটি ও এর উত্তরাঞ্চলে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। এসময় তারা কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা এবং একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তারা হাজির করেনি। বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছেন আরও ৮৫ জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সাত...