বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল দেশের শীর্ষ স্তরের লিগ। যার নাম বদলে ফেলল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিপিএল এখন থেকে চলবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে। বৃহস্পতিবার সভা শেষে বাফুফে বিজ্ঞপ্তির মাধ্যমে লিগের নাম পরিবর্তনের কথা জানায়। প্রায় ১৬ বছর পর লিগটির নামে পরিবর্তন এলো। অতীতে শুধু বাংলাদেশ লিগ বা বি. লিগ নামে পরিচিত ছিল, ২০০৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাম দেয় হয়েছিল। বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি এ মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাথে সভা করে সিদ্ধান্তটি নিয়েছে। বাফুফে জানিয়েছে, ‘সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, বাফুফে প্রফেশনাল...