ইন্দোনেশিয়ায় সরকারি পুষ্টিকর মধ্যাহ্নভোজ খেয়ে এক সপ্তাহের মধ্যেই ১ হাজারের বেশি স্কুলশিশু অসুস্থ হয়ে পড়েছে। দেশটির পশ্চিম জাভার চিপংকর এলাকায় সর্বশেষ ১ হজার ১৭১ জন শিশুর অসুস্থতার খবর নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নেতৃত্বে চালু হওয়া বিলিয়ন ডলারের “ফ্রি স্কুল মিল কর্মসূচি” নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগে, একই ধরনের বিষক্রিয়ার ঘটনা ঘটে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে যেখানে প্রায় ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়। বিভিন্ন এনজিও ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা কর্মসূচিটি সাময়িকভাবে বন্ধ রেখে পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে কমিউনিটি এমপাওয়ারমেন্ট বিষয়ক সমন্বয়মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার জানিয়েছেন, এ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। চিকিৎসকদের বরাতে জানা যায়, আক্রান্তদের মধ্যে পেটব্যথা, মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা গেছে। সাধারণত খাদ্যে বিষক্রিয়ায়...