হোয়াইট হাউসের বাজেট অফিস ফেডারেল সংস্থাগুলোকে সরকারি অচলাবস্থার ক্ষেত্রে গণছাটাইয়ের পরিকল্পনা প্রস্তুত করতে বলেছে। আইনত যেসব কর্মসূচি চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা নেই, সেগুলোকে লক্ষ্য করে এই কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়েছে। সিএনএনের প্রাপ্ত এবং সংস্থাগুলোকে দেওয়া অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) মেমোতে বর্ণিত এই নির্দেশিকাটি অতীতের অচলাবস্থা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপের সম্পূর্ণ বিপরীত। ফেডারেল তহবিল নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সাথে অচলাবস্থার মধ্যে ট্রাম্প প্রশাসনের তীব্র উত্থানের প্রতিনিধিত্ব করছে এটি। স্মারকলিপিতে ওএমবি সংস্থাগুলোকে এমন প্রকল্পগুলোকে সনাক্ত করার নির্দেশ দিয়েছে যাদের তহবিল ৩০ সেপ্টেম্বরের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হলে এবং তহবিলের কোনো বিকল্প উৎস না থাকলে শেষ হয়ে যাবে। নির্দেশনায় বলা হয়েছে, সেই প্রকল্পগুলো ব্যাপকভাবে হ্রাস করার লক্ষ্যবস্তু করতে হবে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারের সাথে ‘সঙ্গতিপূর্ণ নয়’ বলে বিবেচিত এবং চাকরিগুলোকে স্থায়ীভাবে...