হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বেঠক করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বৈঠকটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ওভাল অফিসে, যা পাকিস্তানের সময় অনুযায়ী মধ্যরাতের পর। বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন, তা এখনো স্পষ্টভাবে জানানো না হলেও পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর উপস্থিত থাকতে পারেন বলে নিরাপত্তা সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে তার উপস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং আজ বিকেলে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন। বৈঠক শেষে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে এসে আগামীকাল (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি হোয়াইট হাউজে অনুষ্ঠিত গাজা সংকট নিয়ে মুসলিম দেশের নেতাদের বৈঠকের ধারাবাহিকতা। সেই...