অনিকা তাহসিন চৌধুরী সিলেটের মেয়ে। সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস করেছেন। পড়াশোনা শেষে স্যামসাংয়ে বছর তিনেক চাকরিতে ছিলেন। তারপর আয়ারল্যান্ড পাড়ি জমান। বিদেশে গিয়েও দমে যাননি। কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ চলতে থাকে। এরমধ্যে টেকজায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটও ছিল। এখানে ইন্টারভিউয়ের ধাপ পাড়ি দিয়ে পান অফার লেটার। অনিকা এক বছরেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ডের ডাবলিন শাখায় ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে চাকরি করছেন। তার পথচলার গল্প শুনে জাগো নিউজের পাঠকদের জন্য লিখেছেন আনিসুল ইসলাম নাঈম— আমার জন্ম ও বেড়ে ওঠা সিলেট শহরে। শৈশবে যৌথ পরিবারে বড় হয়েছি। পরিবারের একমাত্র মেয়ে ছিলাম। এ কারণে সবার স্নেহ-মমতার ছায়াতলে বড় হয়ে উঠেছি। ছোটবেলায় নির্ধারিত কোনো কিছু হওয়ার স্বপ্ন ছিল না। তবে দাদু ভাই একদিন বললেন, ‘আনিকা তুমি বড় হয়ে কী হতে চাও?’ উত্তরে বলেছিলাম, ‘দাদু,...