পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ভারতের লাদাখে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পরিস্থিতি বিবেচনায় কারফিউ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতকাল বুধবার লাদাখের আঞ্চলিক রাজধানী লেহতে বিক্ষোভ হয়। এ সময় ক্ষমতাসীন বিজেপির দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠিচার্জও করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এরপর ব্যাপক ধরপাকড় হয়। অর্ধশত বিক্ষোভকারীকে আটক করা হয়। বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনগুলো রাজধানী লেহতে হরতালের ডাক দেওয়ার পরই বিক্ষোভ শুরু হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সোনম ওয়াংচুক। সহিংসতার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। লাদাখের পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশের গুলিতে তিন...