হলিউডে ২০০৭ সালে মুক্তি পাওয়া ডেভিড ফিঞ্চার পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘জোডিয়াক’ এখনও দর্শকদের মুগ্ধ করে তার শিহরণ জাগানো কাহিনির জন্য। এ ছবির কাহিনি নির্মিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত অমীমাংসিত অপরাধ ‘জোডিয়াক কিলার’-এর বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। ষাটের দশকের শেষ ও সত্তরের দশকের শুরুতে উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাস ছড়ানো এই সিরিয়াল কিলারের রহস্যই সিনেমার মূল গল্প। চলচ্চিত্রে অভিনয় করেছেন জেক ইলেনহল। রবার্ট গ্রেসমিথ চরিত্র, তিনি একজন রাজনৈতিক কার্টুনিস্ট, যিনি খুনির পাঠানো কোড ভাঙার নেশায় জড়িয়ে পড়েন। মার্ক রাফালো (ইন্সপেক্টর ডেভিড তোশি), সান ফ্রান্সিসকো পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা এবং রবার্ট ডাউনি জুনিয়র (পল অ্যাভেরি চরিত্রে), যিনি সাহসী ও ভিন্নধর্মী এক সাংবাদিক। ডেভিড ফিঞ্চার ছবিটিকে সাজিয়েছেন সূক্ষ্ম কাহিনীবিন্যাস ও নিখুঁত নির্মাণশৈলীতে। অন্য অনেক থ্রিলারের মতো চটকদার উত্তেজনা নয়, বরং ‘জোডিয়াক’ তুলে ধরে সাংবাদিকতা, পুলিশি...