বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই তো চলছে। একদিকে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলছেন কেউ। সে অভিযোগে আইসিসির কাছে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছিলেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবির নির্বাচন প্রভাবিত করা চেষ্টা করা হচ্ছে। আবার সেই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, নির্বাচন ঘিরে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে এই নির্বাচন ঘিরে সরব হতে শুরু করেছেন জাতীয় দলের আশপাশে থাকা সব ক্রিকেটাররা। গতকাল সন্ধ্যায় বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া মোহাম্মদ মিঠুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ...