১৯২৯ সালের ডিসেম্বর, হাঙ্গেরির ছোট শহর সলনোকের একটি স্থানীয় আদালতে বিচারের মুখোমুখি হন নাগিরেভ গ্রামের কয়েক ডজন নারী। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বামীদের ইচ্ছাকৃতভাবে আর্সেনিক দিয়ে হত্যা করার। নিউ ইয়র্ক টাইমস সেসময় উল্লেখ করে, ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে, বুদাপেস্ট থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৃষকদের একটি বসতি নাগিরেভে ৫০ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক দিয়ে হত্যা করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হন। অভিযুক্ত নারীরা ‘এঞ্জেল মেকার’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বিচারের সময় বারবার উঠে আসে একজনের নাম। যার নাম হলো- ঝুঝানা ফাজেকাশ। যিনি গ্রামের ধাত্রী এবং কার্যত চিকিৎসকের মতো ছিলেন। গুনিয়া নামের একজন সাক্ষীর স্মৃতিকথা অনুযায়ী, পুরুষরা নারীদের মারধর করছে, ধর্ষণ করছে, তাদের অনেকেই অবিশ্বস্ত, অনেক নির্যাতন করছে গ্রামের নারীরা ঘরের ভেতরে ঘটে যাওয়া হিংস্রতা...