এশিয়া কাপের উত্তাপ এখন মাঠ ছাড়িয়ে গড়িয়েছে অভিযোগ আর বিতর্কে। এরই মধ্যে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও পেসার হারিস রউফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।মাঠে তাদের বিতর্কিত অঙ্গভঙ্গির কারণে এই অভিযোগ করেছে তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুধবার আইসিসিকে আনুষ্ঠানিকভাবে মেইল করেছে বিসিসিআই। এর আগে রোববার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচ চলাকালে এই দুই ক্রিকেটারের আচরণ নিয়ে তীব্র আপত্তি তোলে ভারতীয় বোর্ড। ফারহানের বিরুদ্ধে অভিযোগ, ফিফটি করার পর তিনি ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি চালানোর ভঙ্গি করেন, যা ভারত-পাকিস্তান যুদ্ধের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রউফ সীমানার কাছে ফিল্ডিং করার সময় দর্শকদের দিকে বিমানের ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন। অভিযোগ উঠেছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের যুদ্ধবিমান সংক্রান্ত দাবিকে ইঙ্গিত করে এই আচরণ করেছেন তিনি।...