বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন রয়েছে সামনে। ইতোমধ্যেই এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে জাতীয় দলের একাধিক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একইরকম স্ট্যাটাস দিচ্ছেন। ক্রিকেটারদের একইরকম স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলছেন, কেনই বা ক্রিকেটাররা নির্বাচনের আগে এমন স্ট্যাটাস দিচ্ছে।ক্রিকেটারদের ফেসবুক ঘুরে দেখা যায় সৌম্য সরকার, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরা একই বাক্য হুবহু তাদের ফেসবুকে লিখেছেন। এনামুল হক বিজয়ের স্ট্যাটাসেরও শব্দগুলো প্রায় একই।টেস্ট ফরম্যাটে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক নিজের পোস্টে লেখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’এনামুল হক বিজয় একই কথা কিছুটা পরিবর্তন করে নিজের ফেসবুকে লেখেন, ‘আমরা চাই,...