এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াইয়ের মতো। এই ম্যাচে যারা হেরে যাবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জয় পাবে তারা চলে যাবে ফাইনালে। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশে থাকতে পারেন ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব ওপেনিংয়ে টানা তিন ম্যাচে শূন্য করার পর তাকে ওপেনিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ফখর-ফারহান ওপেনিং জুটিতে তুলনামূলক ভালো করছেন। পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। অধিনায়ক সালমান আগার ব্যাটে রান নেই। মোহাম্মদ হারিস ধারাবাহিকভাবে অধারাবাহিক। তার ব্যাটিং অর্ডারও অনেকটা অধারাবাহিক। কখনো টপ অর্ডারে, কখনো খেলেন লোয়ার মিডল অর্ডারে। বাংলাদেশের বিপক্ষে তিনি কোথায়...